জেলা তথ্য
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাট। জেলা সদরে অবস্থিত রেলওয়ে বিভাগীয় সদর দপ্তর। তিসতা-ধরলা বিধৌত এ জেলা বৃহত্তর রংপুর জেলার অর্ন্তগত ছিলো। ধান, পাট, তামাক, সরিষাসহ বিভিন্ন রবিশস্যের প্রাচুর্য এ জেলায়। সড়ক-রেল-বিদ্যুৎ ব্যবস্থার প্রভূত উন্নতির সাথে সাথে এ অঞ্চলে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ব্যাবস্থায় প্রভূত উন্নয়ন সাধিত হয়। স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অত্র জেলাবাসীর স্বাস্থ্য সেবা প্রাপ্তিকে নিশ্চিত করেছে। বর্তমান সরকারের জনগনের স্বাস্থ্যসেবাকে দোড়গোড়ায় পৌছে দেবার অঙ্গীকার ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ভীত নির্মাণ জেলাবাসীকে আশান্বিত ও উৎফুল্ল করে তুলেছে্।
খ) ৫০ শয্যা হাসপাতাল -৪টি।
গ) ২০ শয্যার- ১টি (দহগ্রাম-আঙ্গরপোতা)
ঘ) ২০ শয্যার-১টি, জমি অধিগ্রহন হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS